PLEASE WAIT
Message

This is Ek Kothat Prokash Header

ক-দিয়ে এক কথায় প্রকাশ

#

ক-দিয়ে শুরু বাক্য

এক কথায় প্রকাশ
ক বা বায়ু যার পোত তুল্যকপোত
কখনো নষ্ট হয় না যাঅবিনশ্বর
কচি ঘাসে ঢাকা বা তৃণাবৃত ভূমিশাদ্বল
কটিদেশ থেকে পদতল পর্যন্তঅধঃকায়
কথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসঙ্গ বা প্রবচনাদি প্রয়োগবুনি
কথায় বর্ণনা করা যায় না যাঅনির্বচনীয়
কদম ফুলের আকৃতি বিশেষকদমা
কণ্ঠ পর্যন্তআকণ্ঠ
কনুই থেকে মুষ্টিবদ্ধ পর্যন্ত পরিমাণরত্নি
কপালে আঁকা তিলকরসকলি
কম কথা বলে যেমিতভাষী
কম্পিত হচ্ছে যাকম্পমান
কর্কশ ধ্বনিক্রেঙ্কার
কর্ণ পর্যন্তআকর্ণ
কর্ম সম্পাদনে পরিশ্রমীকর্মঠ
কর্মে অতিশয় তৎপরকরিৎকর্মা
করার ইচ্ছাচিকীর্ষা
করতে ইচ্ছুকচিকীর্ষু
কল্পনা করা যায় না এমনঅকল্পনীয়
কশ্যপ মুনির পুত্রকাশ্যপ
কষ্টে অতিক্রম করা যায় যাদুরতিক্রম্য
কষ্টে গমন করা যায় যেখানেদুর্গম
কষ্টে দমন করা যায় যাদুর্দমনীয়
কষ্টে জয় করা যায় যাদুর্জয়
কষ্টে নিবারণ করা যায় যাদুর্নিবার
কষ্টে লাভ করা যায় যাদুর্লভ
কংসের শত্রু যিনিকংসারি
কাচের তৈরি বাড়িশিশমহল
কাজ করার শক্তি আছে যারসক্ষম
কাজে অভিজ্ঞতা আছে যারকরিতকর্মা
কাতর না হয়েঅকাতরে
কানের অলঙ্কারকুন্তল
কানের পাশে লম্বিত কেশগুচ্ছকাকপক্ষ
কাপড়ের লম্বা টুকরাপটি
কামনা দূর হয়েছে যারবীতকাম
কালো হলুদের মিশানো রঙকপিশ, কপিল
কি করতে হবে তা বুঝতে না পারাকিংকর্তব্যবিমূঢ়
কিছু নেই যারঅকিঞ্চন
কিছুতে পরোয়া নেই যারবেপরোয়া
কুকুরের ডাকবুক্কন
কুন্তীর পুত্রকৌন্তেয়
কুমারী মাতার সন্তানকানীনময়
কুমোরের চাকাআলাত
কুরুর পুত্রকৌরব
কুলশীল জানা নেই যারঅজ্ঞাতকুলশীল
কূলের সমীপেউপকূল
কুৎসিত আকার যারকদাকার
কেউ জানতে পারে না এমনভাবেঅজ্ঞাতসারে
কোথাও উঁচু কোথাও নিচুবন্ধুর
কোথাও উন্নত কোথাও অবনতবন্ধুর
কোকিলের ডাককুহু
কোন উপায় নেই যারনিরুপায়
কোনো কিছু থেকেই ভয় নেই যারনির্ভীক, অকুতোভয়
কোনো তিথি নেই যারঅতিথি
কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছেবীতশ্রদ্ধ
কোনো ভাবেই যা নিবারণ করা যায় নাঅনিবার্য
কোন শত্রু নেই/জন্মেনি যারঅজাতশত্রু
ক্রমশ বর্ধিত হচ্ছে যাবর্ধিষ্ণু
ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে যাক্ষীয়মাণ
ক্রমশ দূরে সরে যাচ্ছে যাঅপস্রিয়মাণ
ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে যাক্রমবিস্তাৰ্যমান
ক্রয় করার যোগ্যক্রেয়
ক্রীড়ার পুতুলক্রীড়নক
ক্রীড়াশীল বা অস্থির তরঙ্গচলোর্মি
কৃত্তিকার পুত্রকার্তিকেয়
কৃত্তিই (মৃগচর্ম) বাস যারকৃত্তিবাস
কৃষিই যার জীবিকাকৃষিজীবী
কৃষ্ণপক্ষের প্রতিপদ যুক্ত চাঁদরাকা
কৃষ্ণবর্ণ হরিণকালসার
কৃষ্ণের বক্ষস্থিত পদ্মরাগ মণিকৌস্তভ

পেজটি শেয়ার করুন ও মতামত জানান

সম্পূর্ণ তালিকা