PLEASE WAIT
Message

This is Ek Kothat Prokash Header

এ-দিয়ে এক কথায় প্রকাশ

#

এ-দিয়ে শুরু বাক্য

এক কথায় প্রকাশ
এক গোঁ যারএকগুঁয়ে
এক গোত্র যারসগোত্র
এক থেকে শুরু করে ক্রমাগতএকাদিক্রমে
এক দেশ থেকে আর এক দেশদেশান্তর
এক ধরনের ছোট সাদা ঝিনুককড়ি
এক পঙক্তিতে বসার অযোগ্যঅপাঙতেয়
এক বস্তুতে ভিন্ন বস্তুর কল্পনাঅধ্যাস
এক বিষয়ে নিবিষ্ট চিত্ত যারএকাগ্রচিত্ত
এক মতের ভাবঐক্যমত্য
এক যুগের পর আরেক যুগযুগান্তর
একসঙ্গে শব্দ করা বা কথা বলাসমস্বরে
একই কালে বর্তমানসমকালীন
একই মাতার উদরে জাত বা একই মায়ের সন্তানসহোদর
একই গুরুর শিষ্যসতীর্থ
একই বিষয়ে চিত্ত নিবিষ্ট যারএকাগ্রচিত্ত
একই ভাবে চলে যাগতানুগতিক
একই সঙ্গে বসবাসসহবাস
একই সময়েযুগপৎ
একই সময়ে বর্তমানসমসাময়িক
একই সঙ্গে তিন তিথির যোগত্র্যহস্পর্শ
একতা বা ঐক্যের অভাবঅনৈক্য
একতানের ভাবঐকতান
একত্রে অবস্থানসমাবেশ
একদিকে টেনে কথা বলে যেপক্ষপাতী
একবার দান করে ফেরত নেয় যেদত্তাপহারী
একবার ফল দিয়ে মরে যায় যে গাছওষধি
একবার মাত্র সন্তান প্রসব করেছে যেকাকবন্ধ্যা
একবার শুনলেই যার মনে থাকেশ্রুতিধর
একশত জনকে বধ করতে পারে যে অস্ত্রশতঘ্নী
একশত পঞ্চাশ বছরসার্ধশতবর্ষ
একান্ত গুপ্তসংগুপ্ত
একের কথা অপরকে বলে বেড়ায় যেবাবদূক
একের পরিবর্তে আরেকবিকল্প
একের ভাবএকতা
একের ভাষা অপরকে বুঝিয়ে দেয় যেদোভাষী
একের সঙ্গে অন্যেরপরস্পর
এখনো দাড়িগোঁফ গজায়নি যারঅজাতশ্মশ্রু
এখনো শত্রু জন্মায়নি যারঅজাতশত্রু

পেজটি শেয়ার করুন ও মতামত জানান

সম্পূর্ণ তালিকা