PLEASE WAIT
Message

This is Ek Kothat Prokash Header

ধ-দিয়ে এক কথায় প্রকাশ

#

ধ-দিয়ে শুরু বাক্য

এক কথায় প্রকাশ
ধন জয় করেছে যেধনঞ্জয়
ধনুকের শব্দ বা ধ্বনিটঙ্কার
ধনুর্বিদ্যায় নিপুণ যেধানুকী
ধন্যবাদের যোগ্য/উপযুক্তধন্যবাদার্হ
ধব বা স্বামী মারা গেছে যারবিধবা
ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটনপরিব্রাজন
ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণপ্রব্রজ্যা
ধাতু ও পাথরের মূর্তি নির্মাণ করে যেভাস্কর
ধাতু সম্বন্ধীয়ধাতব
ধান থেকে উৎপন্নধেনো
ধান্যাদি পরিমাপকারীকয়াল
ধারণ বা পোষণ করে যাধর্ম
ধুর (তীক্ষ্ণ বুদ্ধি) ধারণ করে যেধুরন্ধর
ধ্যান করে যেধ্যাতা
ধ্যানের যোগ্যধ্যেয়
ধৃতরাষ্ট্রের পুত্রধার্তরাষ্ট্র

পেজটি শেয়ার করুন ও মতামত জানান

সম্পূর্ণ তালিকা