| # | ধ-দিয়ে শুরু বাক্য | এক কথায় প্রকাশ |
| ধন জয় করেছে যে | ধনঞ্জয় | |
| ধনুকের শব্দ বা ধ্বনি | টঙ্কার | |
| ধনুর্বিদ্যায় নিপুণ যে | ধানুকী | |
| ধন্যবাদের যোগ্য/উপযুক্ত | ধন্যবাদার্হ | |
| ধব বা স্বামী মারা গেছে যার | বিধবা | |
| ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন | পরিব্রাজন | |
| ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ | প্রব্রজ্যা | |
| ধাতু ও পাথরের মূর্তি নির্মাণ করে যে | ভাস্কর | |
| ধাতু সম্বন্ধীয় | ধাতব | |
| ধান থেকে উৎপন্ন | ধেনো | |
| ধান্যাদি পরিমাপকারী | কয়াল | |
| ধারণ বা পোষণ করে যা | ধর্ম | |
| ধুর (তীক্ষ্ণ বুদ্ধি) ধারণ করে যে | ধুরন্ধর | |
| ধ্যান করে যে | ধ্যাতা | |
| ধ্যানের যোগ্য | ধ্যেয় | |
| ধৃতরাষ্ট্রের পুত্র | ধার্তরাষ্ট্র |
| পেজটি শেয়ার করুন ও মতামত জানান |