| # | ভ-দিয়ে শুরু বাক্য | এক কথায় প্রকাশ |
| ভবিষ্যৎ না ভেবেই কাজ করে যে | অবিমৃশ্যকারী |
| ভবিষ্যতে যা ঘটবে | ভবিতব্য |
| ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না যে | অপরিণামদর্শী |
| ভরণের যোগ্য | ভৃত্য |
| ভল্লুকের অধিপতি | ঋক্ষেশ, জাম্বুবান |
| ভয় নেই যার | নির্ভীক, নির্ভয় |
| ভাতের অভাব যার | হাভাতে |
| ভাবা যায় না এমন | অভাবনীয় |
| ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন | ভাষাবিদ |
| ভিক্ষার অভাব | দুর্ভিক্ষ |
| ভিক্ষুধর্মে দীক্ষা | উপসম্পদা |
| ভিতরে যার কিছু নেই | অন্তঃসারশূন্য |
| ভুজের সাহায্যে (এঁকে বেঁকে) চলে যে | ভুজগ, ভুজঙ্গ |
| ভুলহীন ঋষি বাক্য | আপ্তবাক্য |
| ভেতর থেকে গোপনে ক্ষতি সাধন | অন্তর্ঘাত |
| ভোজন করার ইচ্ছা | বুভুক্ষা |
| ভোজন করতে ইচ্ছুক | বুভুক্ষু |
| ভোরের গান বা প্রভাতী গান | ভোরাই |
| ভৃগুর পুত্র | ভার্গব |
| ভ্রমরের গান বা শব্দ | গুঞ্জন |
| ভ্রাতা বা ভাইদের মধ্যে সদ্ভাব | সৌভ্রাত্র |