PLEASE WAIT
Message

This is Ek Kothat Prokash Header

ভ-দিয়ে এক কথায় প্রকাশ

#

ভ-দিয়ে শুরু বাক্য

এক কথায় প্রকাশ
ভবিষ্যৎ না ভেবেই কাজ করে যেঅবিমৃশ্যকারী
ভবিষ্যতে যা ঘটবেভবিতব্য
ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না যেঅপরিণামদর্শী
ভরণের যোগ্যভৃত্য
ভল্লুকের অধিপতিঋক্ষেশ, জাম্বুবান
ভয় নেই যারনির্ভীক, নির্ভয়
ভাতের অভাব যারহাভাতে
ভাবা যায় না এমনঅভাবনীয়
ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেনভাষাবিদ
ভিক্ষার অভাবদুর্ভিক্ষ
ভিক্ষুধর্মে দীক্ষাউপসম্পদা
ভিতরে যার কিছু নেইঅন্তঃসারশূন্য
ভুজের সাহায্যে (এঁকে বেঁকে) চলে যেভুজগ, ভুজঙ্গ
ভুলহীন ঋষি বাক্যআপ্তবাক্য
ভেতর থেকে গোপনে ক্ষতি সাধনঅন্তর্ঘাত
ভোজন করার ইচ্ছাবুভুক্ষা
ভোজন করতে ইচ্ছুকবুভুক্ষু
ভোরের গান বা প্রভাতী গানভোরাই
ভৃগুর পুত্রভার্গব
ভ্রমরের গান বা শব্দগুঞ্জন
ভ্রাতা বা ভাইদের মধ্যে সদ্ভাবসৌভ্রাত্র

পেজটি শেয়ার করুন ও মতামত জানান

সম্পূর্ণ তালিকা