| # | উ-দিয়ে শুরু বাক্য | এক কথায় প্রকাশ |
| উচ্চস্থানে অবস্থিত ক্ষুদ্র কুটির | টঙ্গি |
| উচ্চারণ করতে কষ্ট হয় যা | দুরুচ্চার্য |
| উচ্চারণ করা যায় না যা | অনুচ্চার্য |
| উটের বা হস্তীর শাবক | করভ |
| উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন | রিকথ |
| উদক বা জল পানের ইচ্ছা | উদন্যা |
| উদর বক্র বা বক্রগতি সম্পন্ন যার | কাকোদর |
| উদ্দাম নৃত্য | তাণ্ডব |
| উদিত হচ্ছে যা | উদীয়মান |
| উপকার করার ইচ্ছা | উপচিকীর্ষা |
| উপকার করেন যিনি | উপকারক |
| উপকারীর অপকার করে যে | কৃতঘ্ন |
| উপকারীর উপকার স্বীকার করে যে | কৃতজ্ঞ |
| উপকারীর উপকার স্বীকার করে না যে | অকৃতজ্ঞ |
| উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান | উপজ্ঞা |
| উপস্থিত বুদ্ধি আছে যার | প্রত্যুৎপন্নমতি |
| উপরে উঠেছে যে | আরূঢ় |
| উপলব্ধি করা যাচ্ছে যা | উপলভ্যমান |
| উপলব্ধি করা হয়েছে এমন | উপলব্ধ |
| উপায় নেই যার | নিরুপায় |
| উভয় তীর আছে যার | পারাবার |
| উভয় হাত সমান চলে যার | সব্যসাচী |
| উরস বা বক্ষ দিয়ে হাঁটে যে | উরগ (সর্প) |
| উর্ণা নাভিতে যার | উর্ণনাভ |
| উড়ন্ত পাখির ঝাঁক | বলাকা |