PLEASE WAIT
Message

This is Ek Kothat Prokash Header

ম-দিয়ে এক কথায় প্রকাশ

#

ম-দিয়ে শুরু বাক্য

এক কথায় প্রকাশ
মধু পান করে যেমধুপ
মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষমৌমাছি
মধুর ধ্বনি বা সুরমধুরা/কলতান
মন হরণ করে যামনোহর
মন হরণ করে যে নারীমনোহারিণী
মনুষ্য গণনাআদমসুমারি
মনে উৎপন্নমনসিজ
মনে মনে কষা অঙ্কমানসাঙ্ক
মনে যার মমমরমী
মন্থন করা হয়েছে যামথিত
মন্দ পাঠকঅজপ
মন্দ লোককুজন
মমতা নেই যারনির্মম
মরণ পর্যন্তআমরণ
মরনের জন্য অনশনপ্রায়োপবেশন
মর্মকে পীড়া দেয় যামর্মন্তুদ
মর্ম স্পর্শ করে যামর্মস্পর্শী
ময়ূরের ডাককেকা
মহান যে নারীমহীয়সী
মাঘী কৃষ্ণা চতুর্দশীরটন্তী
মাছিও প্রবেশ করে না যেখানেনির্মক্ষিক
মাটি ভেদ করে ওঠে যাউদ্ভিদ
মাটির তৈরি শিল্পকর্মমৃৎশিল্প
মাথা নত করে অভিবাদন করাকুর্নিশ
মাথার টাক বা টেকো লোকখলতি, ইন্দ্রলুপ্ত
মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়াঅনুব্রজন
মাসের শেষ দিনসংক্রান্তি
মায়া (ছল) জানে না যেঅমায়িক
মায়ের মতো যে ভূমিমাতৃভূমি
মিলনের ইচ্ছায় নির্দিষ্ট স্থানে গমনঅভিসার
মিষ্টি কথা বলে যেমিষ্টভাষী
মৃত গবাদি পশু ফেলা হয় যেখানেভাগাড়
মৃতের মত অবস্থা যারমুমূর্ষু
মৃত্যুকালে যে ঘাম হয়কালঘাম
মৃত্যু কামনায় উপবাসপ্রায়োপবেশন
মৃত্তিকা বা মাটি দ্বারা নির্মিতমৃন্ময়
মুছে ফেলা যায় না যাদুর্মোচ্য
মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায়মুষ্টিমেয়
মুক্তি কামনা করে যেমুক্তিকামী
মুক্তি পাওয়ার ইচ্ছামুমুক্ষা
মুক্তি পেতে ইচ্ছুকমুমুক্ষু
মুসলমানদের পাঠশালামক্তব
মেঘের ডাক বা ধ্বনিজীমূতমন্দ্র/জীমূতনাদ
মেধা আছে যারমেধাবী
মেনে চলার যোগ্যআদর্শ
মৃত গবাদি পশু ফেলা হয় যেখানেভাগাড়

পেজটি শেয়ার করুন ও মতামত জানান

সম্পূর্ণ তালিকা