PLEASE WAIT
Message

This is Ek Kothat Prokash Header

চ-দিয়ে এক কথায় প্রকাশ

#

চ-দিয়ে শুরু বাক্য

এক কথায় প্রকাশ
চক্ষু ফেরানো যায় না যার দিক থেকেঅসেচনক
চক্ষুর সম্মুখে সংঘটিতচাক্ষুষ
চক্ষুর আড়ালেপরোক্ষ
চক্ষুর সম্মুখে সংঘটিতচাক্ষুষ
চণকের পুত্রচাণক্য
চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনীঅক্ষৌহিণী
চতুর্দশপদী কবিতাসনেট
চলছে এমন ছবিচলচ্চিত্র
চলছে এরূপচলিষ্ণু
চাঁদোয়া ঢাকা স্থানমণ্ডপ
চার অভ্রান্ত জ্ঞানপ্রমা
চার পা বিশিষ্টচৌপায়া
চার রাস্তার মিলনস্থলচৌরাস্তা
চারদিকে স্থল যারহ্রদ
চালচলনের উৎকর্ষসভ্যতা
চিত্তের তৃপ্তিদায়কদিলখোশ
চিত্রকর্মের কাঠামোনকশা
চিত্রে অর্পিতা বা নিবদ্ধা যে নারীচিত্রার্পিতা
চিন্তা করা যায় না যাঅচিন্তনীয়, অচিন্ত্য
চিবিয়ে/চর্বণ করে খেতে হয় যাচর্ব্য
চিরকালব্যাপী স্থায়ীচিরস্থায়ী
চিরদিন মনে রাখার যোগ্যচিরস্মরণীয়
চিরস্থায়ী নয় যাঅনিত্য
চেটে খেতে হয় যালেহ্য
চুষে খেতে হয় যাচোষ্য, চূষ্য
চৈত্র মাসের ফসলচৈতালি
চোখে দেখা যায় এমনচক্ষুগোচর
চোখে যার লজ্জা নেইচশমখোর
চোখের আড়ালেপরোক্ষ
চোখের আড়ালে থাকাঅগোচরে
চোখের কোণঅপাঙ্গ
চোখের জলঅশ্রু
চোখের জলে ভেজাঅশ্রুসিক্ত
চোখের দ্বারা গৃহীতগোচর, চাক্ষুষ
চোখের নিমেষ কালপল
চোখের নিমেষ না ফেলেঅনিমেষ
চোখের মনিকনীনিকা, অক্ষিতারা
চোরের বৃত্তিতাস্কর্য/চৌর্যবৃত্তি
চোখের সামনেপ্রত্যক্ষ
চৌত্রিশ অক্ষরে স্তবচৌতিশা

পেজটি শেয়ার করুন ও মতামত জানান

সম্পূর্ণ তালিকা