PLEASE WAIT
Message

This is Ek Kothat Prokash Header

ব-দিয়ে এক কথায় প্রকাশ

#

ব-দিয়ে শুরু বাক্য

এক কথায় প্রকাশ
বক্তৃতা দানে পটু যিনিবাগ্মী
বচন বা বাক্যে প্রকাশযোগ্য নয় যাঅনির্বচনীয়
বজ্র ও অগ্নিইরম্মদ, বজ্রাগ্নি
বন্দুক বা তীর ছোঁড়া অভ্যাসের জন্য স্থাপিত লক্ষ্যচাঁদমারি
বনে চরে যাবনচর
বনে বাস করে যেবনবাসী
বপন করা হয়েছে যাউপ্ত
বমন করিবার ইচ্ছা বা বমির ভাববিবমিষা
বরণ করার যোগ্যবরণীয়, বরেণ্য
বরাহ বা শুকরের মতো খুর যারবরাখুরে
বর্ণমালার ক্রম রক্ষা করেবর্ণানুক্রমিক
বর্ষা কালের রাগিণীমেঘমল্লার
বলবার ইচ্ছাবিবক্ষা
বলা হচ্ছে যাবক্ষ্যমাণ
বলা হয়েছে যাউক্ত
বলা হয় নি যাঅনুক্ত
বলা হচ্ছে বা হবেবক্ষ্যমাণ
বলার যোগ্য নয় যাঅকথ্য
বসন আলগা যারঅসংবৃত/অসংবৃতা
বহন করা হচ্ছে যানীয়মান
বহুর ভাবভূমা
বহুর মধ্যে একটিঅন্যতম
বয়সে সবচেয়ে বড়ো যেজ্যেষ্ঠ
বয়সে সবচেয়ে ছোটো যেকনিষ্ঠ
বয়সের তুল্য সখাবয়স্য
বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করামাধুকরী, মধুকরী
বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়েপরিবেদন
বাক্য ও মনের অগোচরঅবাঙমানসগোচর
বাক্যে প্রকাশ করা যায় না যাঅবর্ণনীয়
বাঘের চর্ম বা চামড়াকৃত্তি
বাঘের ডাকগর্জন
বাতাসে উবে যায় এমনউদ্বায়ী
বাতাসে চরে যেকপোত
বাধা পেয়ে ফিরে আসে যে শব্দপ্রতিধ্বনি
বার (সমূহ) গামিনী যে নারীবারাঙ্গনা
বার বার দুলছে যাদোদুল্যমান
বার বার দীপ্তি পাচ্ছে যাদেদীপ্যমান
বালকের অহিতবালাই
বালকের মধ্যেই সুলভ যাবালকসুলভ
বাস করার ইচ্ছাবিবৎসা
বাসস্থান বা ঘর নেই যারঅনিকেতন, গৃহহীন
বাস্তু থেকে উৎখাত হয়েছে যেউদ্বাস্তু
বায়ুর অনুকূলেঅনুবাত
বিক্রয় করার যোগ্য যাবিক্রেয়
বিচার নেই এমনঅবিচার্য

পেজটি শেয়ার করুন ও মতামত জানান

সম্পূর্ণ তালিকা