PLEASE WAIT
Message

This is Ek Kothat Prokash Header

য(২)-দিয়ে এক কথায় প্রকাশ

#

য-দিয়ে শুরু বাক্য

এক কথায় প্রকাশ
যার পুত্র নেইঅপুত্রক
যার পূর্বজন্মের কথা স্মরণ আছেজাতিস্মর
যার বরাহ বা শুকরের মতো খুরবরাখুরে
যার বসন (পোশাক) মাটির রঙেরগৈরিকবসনা
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে নাঅজ্ঞাতকুলশীল
যার বাসস্থান বা ঘর নেইঅনিকেতন, গৃহহীন
যার বিশেষ খ্যাতি আছেবিখ্যাত
যার ব্যয় নেইঅব্যয়
যার ভয় নেইনির্ভীক
যার ভাতের অভাবহাভাতে
যার মমতা নেইনির্মম
যার মূল্য নির্ধারণ করা যায় নাঅমূল্য
যার রং আসমানের মতআসমানি
যার শুভক্ষণে জন্মক্ষণজন্মা
যার শেষ নেইঅনন্ত
যার সর্বস্ব হারিয়ে গেছেসর্বহারা, হৃতসর্বস্ব
যার সীমা নেইঅসীম
যার স্পৃহা দূর হয়েছেবীতস্পৃহ
যিনি অতিশয় হিসাবিপাটোয়ারি
যিনি অধিক ব্যয় করেন নামিতব্যয়ী
যিনি ইতিহাস বিষয়ে অভিজ্ঞইতিহাসবেত্তা
যিনি ইতিহাস রচনা করেনঐতিহাসিক
যিনি ইন্দ্রিয়কে জয় করেছেনজিতেন্দ্রিয়
যিনি ইন্দ্রকে জয় করেছেনইন্দ্রজিত
যিনি ঋতুতে ঋতুতে যজ্ঞ করেনঋত্বিক
যিনি কংসের শত্রুকংসারি
যিনি গুছিয়ে কথা বলতে পারেনবাগীশ, বাগ্মী
যিনি বক্তৃতা দানে পটুবাগ্মী
যিনি বিশেষ জ্ঞান রাখেনবিশেষজ্ঞ
যিনি সব কিছু সহ্য করেনসর্বংসহা
যিনি সাধনা করেনসাধক
যিনি শিক্ষা দান করেনশিক্ষক
যুদ্ধ থেকে যে বীর পালায় নাসংশপ্তক
যুদ্ধে স্থির থাকেন যিনিযুধিষ্ঠির
যে অগ্র পশ্চাত বিবেচনা না করে কাজ করেঅবিমৃশ্যকারী
যে অগ্রে গমন করেঅগ্রগামী
যে অগ্রে জন্মেছেঅগ্রজ
যে অট্টালিকা দেখতে সুন্দরহর্ম্য
যে অণুতে (পশ্চাতে) জন্মেছেঅনুজ
যে অত্যাচার করেঅত্যাচারী
যে অনুসন্ধান করতে ইচ্ছুকঅনুসন্ধিৎসু
যে অন্য দিকে মন দেয় নাঅনন্যমনা
যে অন্যের অধীন নয়স্বাধীন
যে অনেক দেখেছেবহুদর্শী
যে অপরের লেখা চুরি করে নিজনামে চালায়কুম্ভীলক
যে অরিকে দমন করেঅরিন্দম
যে জ্বলছে অর্চি (শিখা)জ্বলদর্চি
যে অল্প কথা বলেমিতভাষী
যে অস্ত্র একশত জনকে বধ করতে পারেশতঘ্নী
যে অহংকার করেঅহংকারী
যে আকাশে চরেখেচর
যে আকাশে গমন করেবিহগ, বিহঙ্গ
যে আকৃষ্ট হচ্ছেকৃষ্যমাণ
যে আদব কায়দা জানেনাবেয়াদব
যে আলাপ করতে তৎপরআলাপী
যে আলোতে কুমুদ ফোটেকৌমুদী
যে আমৃত্যু যুদ্ধ করেসংশপ্তক
যে আয় অনুসারে ব্যয় করেমিতব্যয়ী
যে আড়ত হইতে মাল ওজন করেকয়াল
যে ইচ্ছামত কাজ বা আচরণ করেস্বেচ্ছাচারী
যে ইন্দ্রজাল বা জাদু বিদ্যায় পারদর্শীঐন্দ্রজালিক
যে একই মাতার উদরে জাতসহোদর
যে উপকারীর অপকার করেকৃতঘ্ন
যে উপকারীর উপকার স্বীকার করেকৃতজ্ঞ
যে উপকারীর উপকার স্বীকার করেনাঅকৃতজ্ঞ
যে উপরে উঠেছেআরূঢ়
যে উরস বা বক্ষ দিয়ে হাঁটেউরগ (সর্প)
যে ঋণ ঋণ শোধের জন্য করা হয়ঋণার্ণ
কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছেবীতশ্রদ্ধ
যে কোন বিষয়ে স্পৃহা হারিয়েছেবীতস্পৃহ
যে ক্রমাগত রোদন করছেরোরুদ্যমান (স্ত্রী - রোরুদ্যমানা)
যে খেয়া পার করেপাটনী
যে গমন করেনানগ
যে গাছ অন্য কোন কাজে লাগে নাআগাছা
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচেপরগাছা
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে নাবনস্পতি
যে গাভি প্রসবও করে না, দুধও দেয় নাগোবশা
যে গাভী দুগ্ধবতীপয়স্বিনী
যে গুরুগৃহে বাস করেঅন্তেবাসী
যে গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালবাসেবারমুখো
যে জমিতে দুবার ফসল হয়দো-ফসলা
যে জমিতে ফসল জন্মায় নাঊষর
যে জামাই শ্বশুরবাড়িতে থাকেঘরজামাই
যে তমঃ বা অন্ধকার দূর করেতমোনাশ
যে তীর নিক্ষেপে পটুতীরন্দাজ
যে দার পরিগ্রহ করেছেকৃতদার
যে দার পরিগ্রহ করে নিঅকৃতদার
যে দিন তিন তিথির মিলন ঘটেত্র্যহস্পর্শ
যে দিনে একবার আহার করেএকাহারী
যে দ্বারে দ্বারে ভিক্ষা করেমাধুকর
যে নদীর জল পূণ্যদায়কপুণ্যতোয়া
যে নদীর জল মাটির নীচে বয়অন্তঃসলিলা
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সামহাশ্বেতা
যে নারী অন্য কারো প্রতি আসক্ত হয়নাঅনন্যা
যে নারী আজীবন সধবাচিরায়ুষ্মতী
যে নারী আনন্দ দান করেবিনোদিনী
যে নারী একবার সন্তান প্রসব করেছেকাকবন্ধ্যা
যে নারী কখনো সূর্য দেখেনিঅসূর্যম্পশ্যা
যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধাচিত্রার্পিতা
যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্নাঅঙ্গনা
যে নারী নিজে বর বরণ করে নেয়স্বয়ংবরা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিলঅন্যপূর্বা
যে নারী প্রিয় বাক্য বলেপ্রিয়ংবদা
যে নারী বাপের বাড়িতে থাকেচিরন্টী
যে নারী বার (সমূহ) গামিনীবারাঙ্গনা
যে নারী বীরবীরাঙ্গনা
যে নারী বীর সন্তান প্রসব করেবীরপ্রসূ
যে নারী শিশুসন্তানসহ বিধবাবালপুত্রিকা
যে নারী সাগরে বিচরণ করেসাগরিকা
যে নারী সুন্দরীরামা
যে নারী স্বয়ং পতি বরণ করেস্বয়ংবরা
যে নারীর অক্ষিতে কামকামাক্ষী
যে নারীর অসূয়া নেইঅনুসূয়া
যে নারীর কোন সন্তান হয় নাবন্ধ্যা
যে নারীর দুটি মাত্র পুত্রদ্বিপুত্রিকা
যে নারীর নখ শূৰ্প বা কুলার মতশূর্পণখা
যে নারীর পুত্রসন্তান হয়নিঅপুত্রক
যে নারীর বিয়ে হয় নিকুমারী, অনূঢ়া
যে নারীর বিয়ে হয়েছেঊঢ়া
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছেনবোঢ়া
যে নারীর সন্তান বাঁচে না বা মৃত সন্তান প্রসব করেমৃতবৎসা
যে নারীর সহবাসে বা সংস্পর্শে মৃত্যু হয়বিষকন্যা
যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেঅধিবিন্না
যে নারীর স্বামী মারা গেছেবিধবা
যে নারীর স্বামী ও পুত্র জীবিতবীরা, পুরন্ধ্রী
যে নারীর স্বামী প্রবাসে আছেপ্রোষিতভর্তৃকা
যে নিজেকে পণ্ডিত মনে করেপণ্ডিতম্মন্য
যে নিজেকে কৃতার্থ মনে করেকৃতার্থম্মন্য
যে নিজেকে ভুলে থাকেআপনভোলা
যে নিজেকে নিজেই সৃষ্টি করেছেস্বয়ম্ভু
যে নিজের বর্ণ বা রং লুকায়বর্ণচোরা
যে নিজেকে হত্যা করেআত্মঘাতী
যে নীর দান করেনীরদ
যে নীরে (জলে) জন্মেনীরজা
যে নেচে চলেছেনৃত্যমান
যে নৌকা চালায়মাঝি
যে পরিণাম বোঝে নাঅপরিণামদর্শী
যে পরে জন্মগ্রহণ করেছেঅনুজ
যে পরের গুণেও দোষ ধরেঅসূয়ক
যে পা দ্বারা পান করেপাদপ
যে পাখি আলো ছড়ায়আলোরপাখি
যে পাপ হনন করেপাপঘ্ন
যে পার হতে ইচ্ছুকতিতীর্যু, তিতীর্ষু
যে পায়ে হেঁটে গমন করে নাপন্নগ
যে পুত্রের মাতা কুমারীকানীন
যে পুরুষ বিয়ে করেছেকৃতদার
যে পুরুষের চেহারা দেখতে সুন্দরসুদর্শন (স্ত্রীলিঙ্গ- সুদর্শনা)
যে প্রথম স্ত্রী থাকতেও পুনরায় বিবাহ করেছেঅধিবেত্তা
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণশ্বাপদসংকুল
যে বনে বাস করেবনবাসী
যে বিভিন্ন বুলি বলে বা বলতে পারেহরবোলা
যে বাজি আকাশে (খ-তে) ওড়েখ-ধুপ
যে বাস্তু থেকে উৎখাত হয়েছেউদবাস্তু
যে বিদেশে থাকেপ্রবাসী
যে বিদ্যা লাভ করেছেকৃতবিদ্য
যে বিষয়ে কোন বিতর্ক/বিসংবাদ নেইঅবিসংবাদী
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করেঅবিমৃশ্যকারী
যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে নাঅপরিণামদর্শী
যে ভুজের সাহায্যে (এঁকে বেঁকে) চলেভুজগ, ভুজঙ্গ
যে মেঘে প্রচুর বৃষ্টি হয়সংবর্ত
যে মেয়ের বয়স দশ বৎসরকন্যকা
যে মেয়ের বিয়ে হয়নিঅনূঢ়া
যে যান আকাশ পথে ব্যবহার করা হয়নভোযান
যে রব শুনে এসেছেরবাহুত
যে রমণীর বা নারীর হাসি পবিত্রশুচিস্মিতা
যে রমণীর বা নারীর হাসি সুন্দরসুহাসিনী, সুস্মিতা
যে রূপ ইচ্ছা বা নিজের ইচ্ছাযদৃচ্ছা, স্বেচ্ছা
যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরেহাতুড়ে
যে লাফিয়ে চলেপ্লবগ
যে শক্তির উপাসনা করেশাক্ত
যে শত্রুকে জয় করেপরঞ্জয় বা শত্রুজিৎ
যে শত্রুকে দমন করেঅরিন্দম
যে শত্রুকে পীড়া দেয়পরন্তপ
যে শব্দ বাধা পেয়ে ফিরে আসেপ্রতিধ্বনি
যে শিশু আটমাসে জন্মগ্রহণ করেছেআটাসে
যে শুনেই মনে রাখতে পারেশ্রুতিধর
যে সকল অত্যাচারই সয়ে যায়সর্বংসহা
যে সব কিছু সহ্য করেসর্বংসহা
যে সব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয়ঔষধি
যে সমাজের (বর্ণের) অন্তদেশে জন্মেঅন্ত্যজ
যে সর্বত্র গমন করেসর্বগ
যে সংবাদ বহন করেসাংবাদিক
যে সুপথ থেকে ভিন্ন পথে গেছেউন্মার্গগামী, কুপথগামী
যে স্বামীর স্ত্রী প্রবাসে আছেপ্রোষিতপত্নীক
যে স্তন্য বা দুধ পান করেস্তন্যপায়ী
যে স্ত্রীর বশীভূতস্ত্রৈণ
যে হঠাৎ রাগ করেরগচটা
যে হিত কামনা করেহিতৈষী
যে হিংসা করেহিংসক
যেখানে মৃতজন্তু ফেলা হয়ভাগাড়

পেজটি শেয়ার করুন ও মতামত জানান

সম্পূর্ণ তালিকা