PLEASE WAIT
Message

This is Ek Kothat Prokash Header

গ-দিয়ে এক কথায় প্রকাশ

#

গ-দিয়ে শুরু বাক্য

এক কথায় প্রকাশ
গঙ্গার পুত্রগাঙ্গেয়
গদ্যপদ্যময় কাব্যচম্পু
গণপতির উপাসকগাণপত্য
গভীর রাত্রিনিশীথ
গমন করতে পারে যেজঙ্গম
গমন করার ইচ্ছাজিগমিষা
গমন করেনা যেনগ
গম্ভীর ধ্বনিমন্দ্র
গরম জলউষ্ণোদক
গর্জনকারী ও জলবর্ষণ মেঘপর্জন্য
গরু চরায় যেরাখাল
গরু রাখার স্থানগোহাল
গরুর খুরে চিহ্নিত স্থানগোষ্পদ
গরুর ডাকহাম্বা
গাধার বাসস্থানখরশাল
গাধার ডাকরাসভ
গানের ধুয়া ও আভোগের মাঝখানের অংশঅন্তরা
গাণ্ডীব আছে যারগাণ্ডীবী
গুণগ্রহণে সক্ষমগুণগ্রাহী
গুরুর গৃহ বা আশ্রমগুরুকুল
গুরুগৃহে বাস করে যেঅন্তেবাসী
গুরুর পত্নীগুর্বী
গৃহে থাকে যেগৃহস্থ
গৃহের প্রধান প্রবেশ পথদেহলি, দেউড়ি
গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালবাসে যেবারমুখো
গোবরে জন্মে যাসরোজ
গোপন করতে ইচ্ছুকজুগুপ্সু
গোপন করার ইচ্ছাজুগুপ্সা
গোঁফ-দাড়ি গজায় নাই যারঅজাতশ্মশ্রু
গোষ্ঠের অধ্যক্ষগোবিন্দ
গ্রন্থাদির অধ্যায়স্কন্দ
গ্রন্থের শেষে গ্রন্থকারের নাম উল্লেখপুষ্পিকা
গ্রহদের কুদৃষ্টিঋষ্টি
গ্রহণ করার ইচ্ছাজিঘৃক্ষা

পেজটি শেয়ার করুন ও মতামত জানান

সম্পূর্ণ তালিকা