PLEASE WAIT
Message

This is Ek Kothat Prokash Header

প-দিয়ে এক কথায় প্রকাশ

#

প-দিয়ে শুরু বাক্য

এক কথায় প্রকাশ
পক্ষী, মৃগ প্রভৃতিকে বন্ধন করার রজ্জুবিতংস
পঁচিশ বছর পূর্তির উৎসবরজত জয়ন্তী
পঞ্চম থেকে দশম বর্ষীয় বালকঅপোগণ্ড
পঞ্চাশ বছর পূর্তির উৎসবসুবর্ণ জয়ন্তী
পঞ্জরাস্থি ক্ষীণ বা দুর্বল যারউনপাঁজুরে
পঙক্তিতে বসার অনুপযুক্তঅপাঙতেয়, অপাংতেয়
পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহঅধিবেদন
পত্নী গত হয়েছে বা মারা গেছে যারবিপত্মীক
পত্নীর সাথে বর্তমানসপত্নীক
পত্নী যার বিদেশে থাকেপ্রোষিতপত্নীক
পতি-পুত্রহীনা নারীঅবীরা
পতি বিদেশে থাকে যে নারীরপ্রোষিতভর্তৃকা
পথ চলার খরচ বা পথের সম্বলপাথেয়
পথে এগিয়ে গিয়ে অভ্যর্থনাপ্রত্যুদ্গমন
পদ্ম নাভীতে যারপদ্মনাভ
পদ্মের নাল বা ডাঁটামৃণাল
পদ্মের ঝাড় বা মৃণালসমূহমৃণালিনী
পদ্মের ন্যায় অক্ষি বা চোখপুণ্ডরীকাক্ষ
পরকে (কোকিলকে) পালন করে যেপরভৃৎ (কাক)
পরমায়ু বৃদ্ধি করে এমনআয়ুষ্য
পরের সৌভাগ্য দেখে যে কাতর হয়পরশ্রীকাতর
পরিণাম বোঝে না যেঅপরিণামদর্শী
পরিব্রাজকের ভিক্ষামাধুকরী
পরিব্রাজকের জীবন বা বৃত্তিপ্রব্রজ্যা
পরিহার করা যায় না এমনঅপরিহার্য
পরে জন্মগ্রহণ করেছে যেঅনুজ
পরের (কাকের) দ্বারা প্রতিপালিত যেপরভৃত (কোকিল)
পরের অধীনপরাধীন
পরের অন্নে যে জীবন ধারণ করেপরান্নজীবী
পরের গুণেও দোষ ধরে যে-অসূয়ক
পর্বতের কন্যাপার্বতী
পা থেকে মাথা পর্যন্তআপাদমস্তক
পা দ্বারা পান করে যেপাদপ
পা ধোয়ার জলপাদ্য
পাখির ডাক বা কলরবকূজন, কাকলি
পাখির ডানা ঝাপটাপাখসাট
পাওয়ার ইচ্ছাঈপ্সা
পাতালের গঙ্গাভোগবতী
পান করার যোগ্যপেয়
পান করার অযোগ্যঅপেয়
পান করতে ইচ্ছুকপিপাসু
পান করার ইচ্ছাপিপাসা
পাপ হনন করে যেপাপঘ্ন
পার হতে ইচ্ছুক যেতিতীর্যু, তিতীর্ষু
পায়ে হাঁটাপদব্রজ
পায়ে হেঁটে যে গমন করে নাপন্নগ
পাঁকে জন্ম যারপঙ্কজ
পাঁকে জন্মে যাপঙ্কজ
পিতার ভগিনীপিতৃষ্বসা
পীড়া হয়েছে যারপীড়িত
পূজার উপচারঅর্ঘ্য
পুতুল পূজা করে যেপৌত্তলিক
পুত্র নেই যারঅপুত্রক
পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিনপুণ্যাহ
পুণ্ডরীক্ষের ন্যায় অক্ষি যারপুণ্ডরীকাক্ষ
পুনঃ পুনঃ রোদন করছে যেরোরুদ্যমান
পুবের বাতাসপুবালি
পূর্ণিমার চাঁদরাকা
পূর্ব ও পরের অবস্থাপৌর্বাপর্যয়
পূর্বজন্মের কথা স্মরণ আছে যারজাতিস্মর
পূর্বে কখনও আস্বাদিত হয়নি যাঅনাস্বাদিতপূর্ব
পূর্বে ঘটেনি যাঅভূতপূর্ব
পূর্বে চিন্তা করা যায় নি যাঅচিন্তিতপূর্ব
পূর্বে ছিল এখন নেই যাভূতপূর্ব
পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে অন্ন নিবেদনপিণ্ডদান
পূর্বে দেখা যায় নি যাঅদৃষ্টপূর্ব
পূর্বে শোনা যায় নি যাঅশ্রুতপূর্ব
পুরুষানুক্রমিকঐতিহ্য
পুরুষানুক্রমে ভোগ্যমৌরসি
পুরুষের উদ্দাম নৃত্যতাণ্ডব
পুরুষের কটিবন্ধসরাসন
পুরুষের কর্ণভূষণ বা কানের কুণ্ডলবীরবৌলি
পুষ্প চন্দনাদির সৌরভপরিমল
পেচকের ডাকঘুৎকার
পেছনে সরে যাওয়াপশ্চাদপসরণ
পেটের পীড়া ও তৎসহ জ্বরজ্বরাতিসার
পোড়ামাটির ফলকটেরাকোটা
পৌষ মাসে উৎপন্ন ফসলপৌষালি
প্রকাশ করা যায় না এমনঅপ্রকাশ্য, প্রকাশাতীত
প্রকাশ করা হয় নি যাঅব্যক্ত
প্রজ্ঞাবতী নারীপ্রাজ্ঞা
প্রতিকার করার ইচ্ছাপ্রতিচিকীর্ষা
প্রতিবিধান করার ইচ্ছাপ্রতিবিধিৎসা
প্রতিভা আছে যারপ্রতিভাবান
প্রতিরোধ করা যায় না যাঅপ্রতিরোধ্য
প্রথম স্ত্রী থাকতেও পুনরায় বিবাহ করেছে যেঅধিবেত্তা
প্রদীপ শীর্ষের কালিঅঞ্জন
প্রবেশ করার ইচ্ছাবিবিক্ষা
প্রভাতে ভ্রমণকারীঊষাচর
প্রভাতের নবোদিত সূর্যবালার্ক, বালসূর্য
প্রমাণ করা যায় না যাঅপ্রমেয়
প্রশংসার যোগ্যপ্রশংসার্হ, প্রশংসনীয়
প্রস্থান করতে উদ্যতচলিষ্ণু
প্রহরা দেয় যেপ্রহরী
প্রাণ আছে যারপ্রাণী
প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থালবেজান
প্রাচীন ইতিহাসপ্রত্নতাত্ত্বিক
প্রাণিদেহ থেকে লব্ধপ্রাণিজ
প্রায় প্রভাত হয়েছে এমনপ্রভাতকল্পা
প্রিয় জায়া যারপ্রিয়জানি
প্রিয় কথা বলে যে নারীপ্রিয়ংবদা
প্রিয় বাক্য বলে যে নারীপ্রিয়ভাষিণী
প্রিয় বা ভাল কাজ করার ইচ্ছাপ্রিয়চিকীর্ষা
প্রিয় বা ভাল কাজ করতে ইচ্ছুকপ্রিয়চিকীর্ষু

এই তালিকাটি শেয়ার করুন

সম্পূর্ণ তালিকা