PLEASE WAIT
Message

This is Ek Kothat Prokash Header

য(১)-দিয়ে এক কথায় প্রকাশ

#

য-দিয়ে শুরু বাক্য

এক কথায় প্রকাশ
যন্ত্রণা বোঝায় এমন অনুভূতিটনটন
যা অকালে পক্ক হয়েছেঅকালপক্ব
যা অজ বা ছাগল কে গ্রাস করেঅজগর
যা অতিকষ্টে নিবারণ করা যায়দুর্নিবার
যা অতিক্রম করা যায় নাঅনতিক্রমণীয়/অনতিক্রম্য
যা অতিদীর্ঘ নয়নাতিদীর্ঘ
যা অধ্যয়ন করা হয়েছেঅধীত
যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায়দুরধ্যয়
যা অনুভব করা হচ্ছেঅনুভূয়মান
যা অন্তরে ঈক্ষণ (দেখার) যোগ্যঅন্তরিক্ষ
যা অপনয়ন বা দূর করা কষ্টকরদূরপনেয়
যা অপনয়ন বা দূর করা যায় নাঅনপনেয়
যা অবশ্য ঘটবে বা হবেঅবশ্যম্ভাবী
যা অভ্র (মেঘ) লেহন বা স্পর্শ করেঅভ্রংলিহ
যা অস্ত যাচ্ছেঅস্তায়মান
যা আগুনে পোড়ে নাঅগ্নিসহ
যা আঘাত পায় নিঅনাহত
যা আটপ্রহর পরা যায়আটপৌরে
যা আতপ বা রৌদ্র থেকে ত্রাণ করেআতপত্র (ছাতা)
যা আরোগ্য হওয়া কঠিনদুরারোগ্য
যা আহুত বা ডাকা হয় নিঅনাহুত
যা উচ্চারণ করতে কষ্ট হয়দুরুচ্চার্য
যা উচ্চারণ করা যায় নাঅনুচ্চার্য
যা উদিত হচ্ছেউদীয়মান
যা উপলব্ধি করা যাচ্ছেউপলভ্যমান
যা একইভাবে চলেগতানুগতিক
যা কখনো নষ্ট হয় নাঅবিনশ্বর
যা কথায় বর্ণনা করা যায় নাঅনির্বচনীয়
যা করা প্রয়োজনকর্তব্য
যা কষ্টে অতিক্রম করা যায়দুরতিক্রম্য
যা কষ্টে দমন করা যায়দুর্দমনীয়
যা কষ্টে জয় করা যায়দুর্জয়
যা কষ্টে নিবারণ করা যায়দুর্নিবার
যা কষ্টে জয় করা যায়দুর্জয়
যা কষ্টে লাভ করা যায়দুর্লভ
যা কোথাও উঁচু কোথাও নিচুবন্ধুর
যা কোনভাবেই নিবারণ করা যায়নাঅনিবার্য
যা ক্রমশ বর্ধিত হচ্ছেবর্ধিষ্ণু
যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছেক্ষীয়মাণ
যা ক্রমশ দূরে সরে যাচ্ছেঅপস্রিয়মাণ
যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছেক্রমবিস্তাৰ্যমান
যা ক্রয় করার যোগ্যক্রেয়
যা খাওয়ার যোগ্যখাদ্য
যা খুব শীতল বা উষ্ণ নয়নাতিশীতোষ্ণ
যা গতিশীলজঙ্গম
যা গোবরে জন্মেসরোজ
যা ঘুমিয়ে আছেসুপ্ত
যা চিন্তা করা যায় নাঅচিন্তনীয়, অচিন্ত্য
যা চিবিয়ে/চর্বণ করে খেতে হয়চর্ব্য
যা চেটে খাবার যোগ্যলেহ্য
যা চুষে খেতে হয়চোষ্য
যা চোখে দেখা যায়চক্ষুগোচর
যা ছুটে চলেছেছুটন্ত
যা জল দেয়জলদ (মেঘ)
যা জলে চরেজলচর
যা জলে ও স্থলে চরেউভচর
যা জলে জন্মেজলজ
যা জানা আছেজ্ঞাত
যা জানা নেইঅজ্ঞাত
যা জ্বল জ্বল করছেজাজ্বল্যমান
যা দমন করা যায় নাঅদম্য
যা দমন করা কষ্টকরদুর্দমনীয়
যা দীপ্তি পাচ্ছেদেদীপ্যমান
যা দেখা যাচ্ছেদৃশ্যমান
যা ধারণ বা পোষণ করেধর্ম
যা নিজের দ্বারা অর্জিতস্বোপার্জিত
যা নিবারণ করা কষ্টকরদুর্নিবার
যা নিবেদন করা হয়নৈবদ্য, নৈবিদ্যি
যা নিষেধ করা হয়েছেনিষিদ্ধ
যা নীরে বা জল জন্মেনীরজা
যা পরমায়ু বৃদ্ধি করেআয়ুষ্য
যা পরিহার করা যায় নাঅপরিহার্য
যা পান করতে হয়/পান করার যোগ্যপেয়
যা পান করার অযোগ্যঅপেয়
যা পাঁকে জন্মেপঙ্কজ
যা পূর্বে কথিত বা উল্লিখিতপ্রাগুক্ত
যা পূর্বে ঘটেনিঅভূতপূর্ব
যা পূর্বে চিন্তা করা যায় নিঅচিন্তিতপূর্ব
যা পূর্বে ছিল এখন নেইভূতপূর্ব
যা পূর্বে দেখা যায় নিঅদৃষ্টপূর্ব
যা পূর্বে কখনও আস্বাদিত হয়নিঅনাস্বাদিতপূর্ব
যা পূর্বে শোনা যায় নিঅশ্রুতপূর্ব
যা প্রকাশ করা হয় নিঅব্যক্ত
যা প্রতিরোধ করা যায় নাঅপ্রতিরোধ্য
যা প্রমাণ করা যায় নাঅপ্রমেয়
যা প্রয়োগ করা যায়প্রযোজ্য
যা ফল প্রসব করেফলপ্রসূ
যা ফুটছেফুটন্ত
যা ফুরায় নাঅফুরান
যা বচন বা বাক্যে প্রকাশযোগ্য নয়অনির্বচনীয়
যা বপন করা হয়েছেউপ্ত
যা বনে চরেবনচর
যা বলা হচ্ছেবক্ষ্যমাণ
যা বলা হয়েছেউক্ত
যা বলা হয় নিঅনুক্ত
যা বলার যোগ্য নয়অকথ্য
যা বহন করা হচ্ছেনীয়মান
যা বাক্যে প্রকাশ করা যায় নাঅবর্ণনীয়
যা বাতাসে উবে যায়উদ্বায়ী
যা বালকের মধ্যেই সুলভবালকসুলভ
যা বার বার দুলছেদোদুল্যমান
যা বার বার দীপ্তি পাচ্ছেদেদীপ্যমান
যা বিচার বা তর্ক দ্বারা ঠিক করা যায় নাঅপ্রতর্ক্য
যা বিচিত্রতায় পূর্ণবৈচিত্র্যপূর্ণ
যা বিক্রয় করার যোগ্যবিক্রেয়
যা বিনা যত্নে লাভ করা গেছেঅযত্নলব্ধ
যা বুকে হাঁটেসরীসৃপ
যা ভাবা যায় নাঅভাবনীয়
যা মন হরণ করেমনোহর
যা মন্থন করা হয়েছেমথিত
যা মর্ম স্পর্শ করেমর্মস্পর্শী
যা মর্মকে পীড়া দেয়মর্মন্তুদ
যা মাটি ভেদ করে ওঠেউদ্ভিদ
যা মিলিয়ে যাচ্ছেঅপমৃয়মান
যা মুছে ফেলা যায় নাদুর্মোচ্য
যা মুষ্টি দিয়ে পরিমাপ করা যায়মুষ্টিমেয়
যা মৃত্তিকা দ্বারা নির্মিতমৃন্ময়
যা লয় প্রাপ্ত হয়েছেলীন
যা লাফিয়ে চলেপ্লবগ
যা লেহন করে বা চেটে খেতে হয়লেহ্য
যা লোপ পেয়েছেবিলুপ্ত
যা শল্য ব্যথা দূর করেবিশল্যকরণী
যা শুনলে মনে দুঃখ হয়দুঃশ্রব/অশ্রাব্য
যা সম্পন্ন করতে বহু ব্যয় হয়ব্যয়বহুল
যা সহজে অপনীত বা অপসারিত হবার নয়দুরপনেয়
যা সহজে উচ্চারণ করা যায় নাদুরুচ্চার্য
যা সহজে উত্তীর্ণ হওয়া যায় নাদুস্তর
যা সহজে জীর্ণ হয়সুপাচ্য
যা সহজে দমন করা যায় নাদুর্দমনীয়
যা সহজে ভাঙ্গেভঙ্গুর
যা সহজে লঙ্ঘন করা যায় নাদুলঙ্ঘ্য
যা সহজে লাভ করা যায়সুলভ
যা সহজে লাভ করা যায় না/যা কষ্টে লাভ করা যায়দুর্লভ
যা সাধারণের মধ্যে দেখা যায় নাঅনন্যসাধারণ
যা স্থলে চরেস্থলচর
যা সারা দুনিয়ায় খ্যাতজগদ্বিখ্যাত
যা সারা বিশ্বের বন্দনাযোগ্যবিশ্ববন্দিত, বিশ্ববন্দ্য
যা হবেই / হইবেভাবী, অবধারিত
যার অন্য গতি নাইঅগত্যা
যার অন্য উপায় নেইঅনন্যোপায়
যার অন্য দিকে মন নেইঅনন্যমনা
যার অন্ত নেইঅন্তহীন
যার অর্থ নেইনিরর্থক, অর্থহীন
যার অহংকার নেইনিরহংকার
যার আকার কুৎসিতকদাকার
যার আকার নেইনিরাকার
যার আগমনের কোন তিথি নেইঅতিথি
যার আচারে নিষ্ঠা আছেআচারনিষ্ঠা
যার আদি নেইঅনাদি
যার আমিষ (আঁষ) গন্ধআঁষটে
যার ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছেআস্তিক
যার ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেইনাস্তিক
যার ঈহা বা চেষ্টা নেইনিরীহ
যার উদর বক্রগতি সম্পন্নকাকোদর
যার উদরে দাম বা দড়িদামোদর
যার উপস্থিত বুদ্ধি আছেপ্রত্যুৎপন্নমতি
যার এক বিষয়ে নিবিষ্ট চিত্তএকাগ্রচিত্ত
যার কাজ করার শক্তি আছেসক্ষম
যার কাজে অভিজ্ঞতা আছেকরিতকর্মা
যার কামনা দূর হয়েছেবীতকাম
যার কিছু নেইঅকিঞ্চন
যার কিছুতে পরোয়া নেইবেপরোয়া
যার কীর্তি শ্রবণে পূণ্য জন্মেপূণ্যশ্লোক
যার কোন উপায় নেইনিরুপায়
যার কোনো কিছু থেকেই ভয় নেইঅকুতোভয়
যার কোনো তিথি নেইঅতিথি
যার কোন শত্রু নেই/জন্মেনিঅজাতশত্রু
যার খ্যাতি আছেখ্যাতিমান
যার চারদিকে স্থলহ্রদ
যার চোখে লজ্জা নেইচশমখোর
যার তল স্পর্শ করা যায় নাঅতলস্পর্শী
যার তুলনা হয় নাঅতুলনীয়
যার দাড়ি/শ্মশ্রু জন্মে নিঅজাতশ্মশ্রু
যার দ্বারা অণুকে দেখা যায়অণুবীক্ষণ
যার দিক থেকে চক্ষু ফেরানো যায় নাঅসেচনক
যার দুই দিক বা চার দিকে জলদ্বীপ
যার দুটি মাত্র দাঁতদ্বিরদ (হাতি)
যার দুবার জন্ম হয়দ্বিজ
যার দুহাত সমান চলেসব্যসাচী
যার নাম কেউ জানে নাঅজ্ঞাতনামা
পদ্ম নাভীতে যারপদ্মনাভ
যার নিজেকে কেন্দ্র করে চিন্তাআত্মকেন্দ্রিক
যার পত্নী গত হয়েছেবিপত্মীক
যার পঞ্জরাস্থি ক্ষীণ বা দুর্বলউনপাঁজুরে
যার পীড়া হয়েছেপীড়িত

পেজটি শেয়ার করুন ও মতামত জানান

সম্পূর্ণ তালিকা