PLEASE WAIT
Message

This is Ek Kothat Prokash Header

অ-দিয়ে এক কথায় প্রকাশ

#

অ-দিয়ে শুরু বাক্য

এক কথায় প্রকাশ
অকালে পক্ক হয়েছে যা / অকালে পেকেছে যেঅকালপক্ব
অকর্মণ্য গবাদি পশু রাখার স্থানপিঁজরাপোল
অকালে উৎপন্নআকালিক, অকালজাত, অকালজ
অকালেই উৎপন্ন কুমড়াঅকালকুষ্মাণ্ড
অক্ষি পত্রের (চোখের পাতা) লোমঅক্ষিপক্ষ্ম
অক্ষিতে কাম যার (যে নারীর)কামাক্ষী
অক্ষির সমক্ষে/অভিমুখে বর্তমানপ্রত্যক্ষ
অক্ষির অগোচরেপরোক্ষ
অক্ষির সমীপে বা সম্মুখেসমক্ষ
অগ্র পশ্চাৎ না ভেবে যে কাজ করেঅবিমৃষ্যকারী
অগ্রসর হয়ে অভ্যর্থনাপ্রত্যুদ্গমন
অগ্রে জন্মেছে যেঅগ্রজ
অগ্রে গমন কর যেঅগ্রগামী
অগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত (কুমারীদের)সেঁজুতি
অগ্র-পশ্চাৎ ক্রম অনুযায়ীআনুপূর্বিক
অগভীর সতর্ক নিদ্রাকাকনিদ্রা/কাকতন্দ্রা
অঙ্গীকৃত মাল তৈরির জন্য প্রদত্ত অগ্রিম অর্থদাদন
অচেনা জায়গাঅচিনপুর
অজ (ছাগল) কে গ্রাস করে যাঅজগর
অণু থেকে তৈরিআণবিক
অণুর ভাবঅণিমা
অণুকে দেখা যায় যার দ্বারাঅণুবীক্ষণ
অতর্কিত অবস্থায় আক্রমণকারীআততায়ী
অতি উচ্চ ধ্বনিমহানাদ
অতি উজ্জ্বল ও ফর্সা নারীমহাশ্বেতা
অতি উচ্চসুউচ্চ, অত্যুচ্চ
অতি ঘটা বা জাকজমকবড়ম্বর
অতিকষ্টে যা নিবারণ করা যায়দুর্নিবার
অতি রমণীয়সুরম্য
অতি হিসাবিপাটোয়ারি
অতি দীর্ঘ নয় যানাতিদীর্ঘ
অতি শীতও নয়, অতি উষ্ণও নয়নাতিশীতোষ্ণ
অতিক্রম করা যায় না যাঅনতিক্রমণীয়/অনতিক্রম্য
অতিথির আপ্যায়নআতিথ্য
অতীত কাহিনীইতিহাস
অত্যাধিক সাহসী / সাহস আছে যারদুঃসাহসী
অর্থ নাই যারনিরর্থক
অধর-প্রান্তের হাসিবক্রোষ্ঠিকামর
অধিক উক্তিঅত্যুক্তি
অধিক ব্যয় করেন না যিনিমিতব্যয়ী
অধ্যয়ন করা হয়েছে যাঅধীত
অনশনে মৃত্যুপ্রায়
অনেক কষ্টে অধ্যয়ন করা যায় যাদুরধ্যয়
অনেক জ্ঞান আছে যারজ্ঞানী
অনেকের মধ্যে একজনঅন্যতম
অনুকরণ করার ইচ্ছাঅনুচিকীর্ষা
অনুতে (পশ্চাতে) জন্মেছে যেঅনুজ
অনুসন্ধান করার ইচ্ছাঅনুসন্ধিৎসা
অনুসন্ধান করতে ইচ্ছুক যেঅনুসন্ধিৎসু
অন্ত নেই যারঅন্তহীন
অন্তরে জল আছে এমন (নদী)অন্তঃসলিলা
অন্তরে যা ঈক্ষণ (দেখার) যোগ্যঅন্তরিক্ষ
অন্ন-ব্যঞ্জন ছাড়া অন্য আহার্যজলপান
অন্য গতি নাই যারঅগত্যা
অন্য উপায় নেই যারঅনন্যোপায়
অন্য কালকালান্তর
অন্য কারো প্রতি আসক্ত হয়না যে নারীঅনন্যা
অন্যান্য মন নেই যারঅনন্যমনা
অন্য দেশদেশান্তর
অন্য ভাষায় রূপান্তরিতঅনুদিত
অন্য গাছের ওপর জন্মে যে গাছপরগাছা
অন্যের অপেক্ষা করতে হয় না যাকেঅনপেক্ষ
অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণউপচার
অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখনদুর্ভিক্ষ
অনেক দেখেছে যেবহুদর্শী
অনেকের মধ্যে একজনঅন্যতম
অন্বেষণ করার ইচ্ছাঅন্বেষা
অন্ধকার রাত্রিতামসী
অপকার করার ইচ্ছাঅপচিকীর্ষা
অপনয়ন বা দূর করা কষ্টকর যাদূরপনেয়
অপনয়ন বা দূর করা যায় না যাঅনপনেয়
অবজ্ঞায় নাক উঁচু করেন যিনিউন্নাসিক
অবশ্য হবে/ঘটবে যাঅবশ্যম্ভাবী
অব্যক্ত মধুর ধ্বনি বা সুরকলতান
অভিজ্ঞতার অভাব আছে যারঅনভিজ্ঞ
অভিলাষিত বিষয়ে সাফল্যইষ্টসিদ্ধি
অভীষ্ট বস্তুর প্রাপ্তিইষ্টাপত্তি
অভীষ্ট সিদ্ধির উদ্দেশ্যে দেবতার পূজার্চনাপুরশ্চরণ
অভ্যন্তরে জল আছে যারঅন্তঃসলিল, অন্তঃসলিলা
অভ্রকে (মেঘ) লেহন বা স্পর্শ করে যাঅভ্রংলিহ
অরিকে দমন করে যেঅরিন্দম
অর্থ নেই যারনিরর্থক
অর্ধেক রাজীনিমরাজী
অপরের লেখা চুরি করে নিজনামে চালায় যেকুম্ভীলক
অলঙ্কারের শব্দ বা ধ্বনিশিঞ্জন
অল্প সময়ের জন্যসাময়িক
অল্পক্ষণের জন্যক্ষণিক
অল্প কথা বলে যেমিতভাষী
অশ্বের চালকসাদী
অশ্বের ডাকহ্রেষা
অশ্রুর দ্বারা সিক্তঅশ্রুসিক্ত
অসূয়া নেই এমন নারীঅনুসূয়া
অসির শব্দঝঞ্জনা
অহংকার নেই যারনিরহংকার
অহংকার করে যেঅহংকারী

পেজটি শেয়ার করুন ও মতামত জানান

এক কথায় প্রকাশের পরবর্তী তালিকা