PLEASE WAIT
Message

This is Ek Kothat Prokash Header

হ-দিয়ে এক কথায় প্রকাশ

#

হ-দিয়ে শুরু বাক্য

এক কথায় প্রকাশ
হঠাৎ রাগ করে যেরগচটা
হত্যা করে যেহন্তারক
হনন বা হত্যা করার ইচ্ছাজিঘাংসা
হরিণের চামড়াঅজিন
হরিণের চামড়ার আসনঅজিনাসন
হরিণের ডাকনিক্কন
হরেক রকম বলে যেহরবোলা
হস্তি, অশ্ব, রথ, পদাতিকের সমাহারচতুরঙ্গ
হাতির/উটের শাবককরভ
হাতির ডাকবৃংহণ/বৃংহিত
হাতি তাড়ানোর জন্য ব্যবহৃত দণ্ডঅঙ্কুশ
হাতির পিঠে আরোহী বসার স্থানহাওদা
হাতির বাসস্থানগজগৃহ
হাতি বাঁধার দড়ি বা শিকলআন্দু
হাতি রাখার স্থানবারী, পিলখানা
হাতে কলমে শিক্ষাপ্রশিক্ষণ
হাতের কজিমণিবন্ধ
হাতের কজি থেকে আঙুলের ডগা পর্যন্তপাণি
হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশপ্রকোষ্ঠ
হাতের চতুর্থ আঙুলঅনামিকা
হাতের তৃতীয় আঙুলমধ্যমা
হাতের তালুকরতল
হাতের দ্বিতীয় আঙুলতর্জনী
হাতের পঞ্চম আঙুলকনিষ্ঠা
হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল)অঙ্গুষ্ঠ
হিত কামনা করে যেহিতৈষী
হিরণ্য (স্বর্ণ) দ্বারা নির্মিতহিরন্ময়
হিংসা করে যেহিংসক
হেমন্তকালে উৎপন্ন ফসলহৈমন্তিক

পেজটি শেয়ার করুন ও মতামত জানান

সম্পূর্ণ তালিকা